Posts

ভালোবাসার আসল সত্য

Image
 ওর নাম মিতু, বয়স বছর উনিশ হবে , সোমখালি গ্রামের সবথেকে শান্ত মেয়ে।পড়াশোনার ব্যপারটা একটু পরে বলি। বাবা মানুষের বাড়িতে রাজমিস্ত্রী কাজ করে কোন মতে তাদের দিন কেটে যায়। বাড়িতে বাবা আর ও । ওর মা দু বছর আগে মারা গেছে তারপর  ও নিজের থেকে পড়াশোনা বাদ দেয়। কারন ওর বাবা বাইরে বাইরে থাকে তাই তাকে ঘরের দিকে লক্ষ রাখতে হয়। অবশ্য এ ছাড়াও অন্য একটি কারন ছিল, যা মিতু ছাড়া আর কেউ জানতো না, হয়তো কেউ বুঝতে চেষ্টাই করেনি ।  ইন্টার পরিক্ষার সময়  মিতুর পাশে সিট পড়েছিল ওর। নাম দী্‌প, পড়াশোনায় বেশ ভালো। দীপ হাসি খুশী ও দেখতে খুবই ভালো ছিল। দুটো পরিক্ষা হতে না হতেই  দুজনের মধ্যে খুব মিল হয়ে যায় । তবে মিতুর একটু অন্য রকম মিল হয়ে যায়, অর্থাৎ মিতু ওকে খুব ভালোবাসতে শুরু করে। কিন্তু দীপ তেমন কিছু বলেনা বলে তার ভালোবাসার কথা জানাতে পারতো না। পরিক্ষা দিন দিন শেষ হয়ে আসছে, কিন্তু মিতু বলবো বলবো করেও বলতে পারছে না। মিতু দিন রাত ওকে নিয়ে সপ্ন দেখে। মিতু চোখ বুঝলেই দেখতে পায়, দীপের কোলে মাথা রেখে শুয়ে আছে ও, দীপ ওকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, হঠাৎ একটি শব্দে ওর সপ্ন ভেঙ্গে যায়।  মিতু দিন দিন অস্থির হয়ে উঠতে ল